Press Release

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদের প্রতিবাদ


Published Date: 2023-11-24


গত ২১ এবং ২২ নভেম্বর, ২০২৩ ইং তারিখে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়  কতৃক বাংলাদেশে মানবাধিকারের  বিষয়ে জাতিসংঘের তিন রাপোর্ট ইয়ার  এর বক্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ লিপি সংবাদমাধ্যমেপ্রেরণ করেছে।  সংশ্লিষ্ট সংবাদটিতে উল্লেখ করা হয়েছে যে “ডঃ মুহাম্মদ ইউনূসের মামলাটি তার মালিকানাধীন একটি কোম্পানীরশ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার বিষয়ে আদালতের বিচারাধীন আছে”।  তার মালিকানাধীন একটি কোম্পানী বলতে“গ্রামীণ টেলিকম” কে বুঝানো হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।  জাতিসংঘের কাছে দেওয়া সরকারের  এই বিবৃতিতেআমাদেরকে নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি।

 


উল্লেখ্য যে, গ্রামীণ টেলিকম সহ তাঁর সৃষ্ট সকল প্রতিষ্ঠানের কোন মালিকানা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে নেই। প্রফেসর ইউনূস গ্রামীণটেলিকমের  অবৈতনিক চেয়ারম্যান। এর থেকে তিনি কোন সম্মানী  বা আর্থিক সুবিধা নেন না।

 


গ্রামীণ টেলিকম কোম্পানী আইন ১৯৯৪ এর ২৮ ধারা অনুযায়ী নিবন্ধিত নট ফর প্রফিট কোম্পানী। কোম্পানী আইন অনুযায়ী এরলভ্যাংশ বিতরণযোগ্য নয়। অলাভজনক কোম্পানী হওয়ায় এর অর্জিত মুনাফা বিতরণ করা হয় না কারণ এর কোন শেয়ার হোল্ডারনেই। উল্লেখ্য যে, দেশের ভিতরে বা বাহিরে ডঃ মুহাম্মদ ইউনূসের মালিকানায় কোন কোম্পানী অদ্যবধি প্রতিষ্ঠিত হয়নি।

 সঠিক তথ্যটি জাতিসংঘকে জানিয়ে দেওয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

 


(গ্রামীণ  টেলিকমের উপরে  সম্প্রতি প্রচারিত একটি প্রেস রিলিজ আপনাদের অবগতির জন্য সঙ্গে দেওয়া হলো।)  

 


সমাপ্ত


Unable to display PDF file. Download instead.